হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীকে পুলিশের জিজ্ঞাসাবাদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে আঁখি মনি (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মাহমুদ ওরফে মধুকে (৪০) থানায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার দক্ষিণ পলাশবাড়ী ধুলাউদাল আবাসন প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়। তিনি বলেন, ‘হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাত্রাপাড়া আরাম পুকুর এলাকার মৃত হান্নার ছেলে মাহমুদ ওরফে মধুর সঙ্গে দক্ষিণ পলাশবাড়ী আবাসন এলাকার আজগর আলীর মেয়ে আঁখি মনির বিয়ে হয়। এরপর থেকে তাঁরা ওই আবাসন প্রকল্পের ২০৯ নম্বর ঘরে বসবাস করে আসছিলেন। 

স্থানীয় লোকজনের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। এরই জেরে গতকাল শনিবার দুপুরের দিকে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। রাত ১০টার দিকে প্রতিবেশীরা আঁখি মণির লাশ ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ও বড়পুকুরিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রাত পৌনে ২টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন