হোম > সারা দেশ > পঞ্চগড়

বিশ্বকাপে ডাক পাওয়ায় শরীফুলের গ্রামের বাড়িতে বইছে আনন্দের জোয়ার

প্রতিনিধি, পঞ্চগড়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বলার ও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান শরীফুল ইসলাম। 

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে শরীফুল ইসলাম ডাক পাওয়ায় তাঁর গ্রামের বাড়ি জেলার দেবীগঞ্জে বইছে আনন্দের জোয়ার। শরীফুলের এমন অর্জনে তাঁর বাবা মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনেক খুশি। দুপুর থেকে তাঁর বাড়িতে চলছে মিষ্টি বিতরণ। 

বৃহস্পতিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি হাকিমপুর এলাকায় ক্রিকেটার শরীফুল ইসলামের পরিবারের এমন আনন্দময় মুহূর্তের চিত্র দেখা যায়। সন্তানের এমন অর্জনে তাঁরা সবাই আনন্দিত। 

পঞ্চগড়ের সকল মানুষের পাশাপাশি দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটার শরীফুলের বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগম। 

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, শরীফুল ইসলাম ছোট বেলা থেকে খেলার প্রতি বেশ উৎসাহী ছিল। তিনি মাঠে ময়দানে খেলা নিয়ে ব্যস্ত থাকতেন। দরিদ্র বাবার মায়ের ঘরে জন্ম নেওয়া শরীফুল খেলার জন্য অনেক কষ্ট করেছেন। খেয়ে না খেয়ে শরীফুল প্রথমে রাজশাহীতে খেলা চর্চা করেন। সেখান থেকে ধীরে ধীরে তিনি আজ জাতীয় দলের একজন গর্বিত সদস্য হয়ে বাংলাদেশের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। 

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব কাপের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিশ্বকাপকে সামনে রেখে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করে বিসিবি। আর বিশ্বকাপ টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারে মতো জায়গা করে নিয়েছে পঞ্চগড়ের শরীফুল ইসলাম। 

এ বিষয়ে ক্রিকেটার শরীফুল ইসলামের বাবা দুলাল মিয়া বলেন, `আমার ছেলে আজ টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে এতে আমি আজ অনেক আনন্দিত। আজ আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে। আমি এলাকাবাসী সহ দেশবাসীর কাছে আমার জন্য জন্য দোয়া চাই। আমার ছেলে যেন বিশ্বকাপে ভালো খেলা উপহার দিতে পারে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।' 

একই কথা বলেন শরীফুলের মা বুলবুলি বেগম। তিনি বলেন, `আজ দুপুরে শরীফুল আমাকে ফোন করে যখন বলল মা আমি বিশ্বকাপে ডাক পেয়েছি। খবরটি শোনা মাত্রই আমার আনন্দে বুকটা ভরে গেছে। আমার ছেলের এত দিনের কষ্ট আজ সার্থক হয়েছে। আমি নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করি। সে যেন সব সময় ভালো খেলতে পারে। দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারে।' 

এ দিকে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলাম বলেন, `শরীফুল ইসলাম আমাদের দন্ডপাল ইউনিয়ন তথা পুরো পঞ্চগড় জেলার গর্ব। সে আজ বিশ্বকাপে ডাক পেয়েছে এতে আমরা অনেক আনন্দিত। যে গ্রামের ছেলে গ্রামের পথে ঘাটে মাঠে খেলে বেড়াতো সেই ছেলে আজ বিশ্বকাপের মাঠে খেলবে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি শরীফুলর জন্য সবার কাছে দোয়া চাই, সে যেন আবারও ভালো খেলা দেশবাসীকে উপহার দিতে পারে। তাঁর জন্য অনেক শুভ কামনা রইল।' 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, `দেবীগঞ্জের ছেলে আজ বিশ্বকাপে ডাক পেয়েছে এটা আমার গৌরব। আমরা শরীফুল ইসলামের মঙ্গল কামনা করছি। আমরা আশাবাদী সে বিশ্বকাপে খেলে ভালো বোলিং করে সুন্দর খেলা উপহার দেবে।' 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড