হোম > সারা দেশ > দিনাজপুর

৪ বছরেও নির্মাণ হয়নি ব্রিজ, বাধ্য হয়ে সাঁকো নির্মাণ করলেন চেয়ারম্যান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।

বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন। 

জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি। 

স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড