হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ এক দিন পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত মফিদুল ইসলাম হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের কুদ্দুস মুন্সীর ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বাজার করতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তিনি।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) গোলজার রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই যুবক মৃগী রোগী ছিলেন। গতকাল বিকেলে বাজারে যাওয়ার পথে নৌকা থেকে তিনি পড়ে যান। তখন সঙ্গের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে রাতেই রংপুর থেকে ডুবুরিদল এলেও রাত হওয়ার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। আজ সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে জেলের বেড়জালে নিখোঁজ যুবকের লাশ উঠে আসে।

গোলজার রহমান আরও বলেন, ওই যুবক তিস্তার শাখা নদীতে পড়লেও স্রোতের কারণে প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তার মূল নদী থেকে তাঁকে উদ্ধার করা হয়।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২