হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে বিদ্যালয় থেকে চুরি হওয়া ৪টি ল্যাপটপ উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে নিকেতন স্কুল অ্যান্ড কলেজে থেকে চুরি হওয়া আটটি ল্যাপটপের মধ্যে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এর আগে ল্যাপটপ চুরির ঘটনায় গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালা দিয়ে চলে যান। রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। গতকাল সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি ল্যাপটপ চুরি হয়েছে।

এ ঘটনার পর কিশোরগঞ্জ থানায় গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের পর আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি ল্যাপটপ চুরি হয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল আজকের পত্রিকা বলেন, ‘ল্যাব পরিদর্শনে গিয়েছিলাম। শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি, দোষী ব্যক্তিদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে উপজেলা পরিষদ চত্বরের চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড