হোম > সারা দেশ > রংপুর

ভিডব্লিউবির তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 
 
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 
 
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি। 

এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’ 

রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২