হোম > সারা দেশ > রংপুর

ভিডব্লিউবির তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল ওমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। মোছা. আশা খাতুন নামের ওই নারী গত ২৭ মার্চ এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু তালিকায় নাম থাকার পরও তিনি চাল পাননি। বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 
 
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন জানিয়েছেন, বিষয়টির খোঁজ নিয়ে মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 
 
এ নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, ‘বিষয়টি শুনেছি। পুরো ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার ভিডব্লিউবির তালিকার ৯৩ নম্বর উপকারভোগী হলেন রমনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা মোছা. আশা খাতুন। চাল বিতরণের মাস্টররোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের তিন মাসের চাল বিতরণ করা হলেও মোছা আশা খাতুন কার্ডসহ বরাদ্দের চাল পাননি। 

এ নিয়ে মোছা. আশা খাতুন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি।’ 

রমনা মডেল ইউপির চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ‘ভূলবশত কার্ডটি একই নামের আরেক নারীকে দেওয়া হয়েছে। শিগগিরই কার্ডটি ফেরত এনে প্রকৃত সুবিধাভোগীকে বুঝিয়ে দেওয়া হবে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ