হোম > সারা দেশ > দিনাজপুর

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছেন। আজ রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার নজরুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর চালতাতলা এলাকার কৃষ্ণ মজুমদার ওরফে আনোয়ারুল ইসলাম (৩৫)। 

পথচারী সেলিম জানান, রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার কাউগাঁ মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে দিনাজপুর থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। 

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনেরই মৃত্যু হয়। এ সময় তাঁদের কাছে রাখা ব্যাগে বেশ কয়েক বোতল নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেনসিডিল ও নগদ টাকা ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর শামীম বলেন, ‘আমি মোবাইল টিম-১-এ ডিউটিরত অবস্থায় আনুমানিক সাড়ে ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই মারা যান। মরদেহ বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ