হোম > সারা দেশ > রংপুর

রংপুরে আনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতি শাখার উত্তরাঞ্চল প্রধান মুনতাসীর বিল্লাহসহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার র‍্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। 

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঠাকুরগাঁওয়ের ইয়াছিন, দিনাজপুরের মুনতাসির বিল্লাহ, আব্দুল মালেক ও সাব্বির হোসেন। এ সময় তাঁদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য বলে স্বীকার করেছে। তাঁরা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছিলেন। 

তাঁরা জানান, বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে এ সংগঠনে যোগ দেন। পরবর্তীতে তাঁরা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।

এ ছাড়া বিভিন্ন দেশের মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও ফুটেজ দেখিয়ে এবং বিভিন্ন ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে ভুল বুঝিয়ে সংগঠনে যোগদান ও তাঁদের তথাকথিত জিহাদের প্রতি আগ্রহী করার মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে বলে জানায় র‍্যাব। 

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে তারা সদস্য ও অর্থ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার কোনো পরিকল্পনা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ সেই সঙ্গে আরও কারা কারা এর সঙ্গে জড়িত তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে বলে জানান এ কর্মকর্তা।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড