হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে পা-টি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পা পুরুষের দেহের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, রোববার সকালে বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে মাটিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চটের ব্যাগে থাকা পলিথিন ও কাপড় দিয়ে পেছানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, উদ্ধার হওয়া পায়ের পাতার গোড়ালিতে পচন রয়েছে। কোনো ব্যক্তির সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া পায়ের সঙ্গে ওড়না, বিছানার কাপড় ও অপারেশন সার্জিকাল টুপি ছিল। ধারনা করা হচ্ছে কোনো হাসপাতালে সার্জারির পর কাটা পায়ের অংশ স্বজনেরা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ফেলে গেছে। তবে প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানার বার্তা পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ