দিনাজপুরের ফুলবাড়ীতে ধানবোঝাই ট্রাকের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক রিপন (৪৫) গুরুতর আহত হয়েছেন। নিহত নাজমুল ট্রাকচালকের সহকারী। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ইটবোঝাই ট্রাক ও দিনাজপুর থেকে ছেড়ে আসা ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো ট্রাকের সামনের দিক দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধানবোঝাই ট্রাকচালকের সহযোগী নাজমুলের মৃত্যু হয়। এ সময় ইটবোঝাই ট্রাকচালক ও সহযোগী পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ট্রাকচালককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি সড়ক আইনে মামলা করা হয়েছে। ট্রাক দুটো পুলিশ হেফাজতে রয়েছে।