হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়ায় ৪৮ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ৪৮ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার। গত সোমবার ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ মঙ্গলবার সকালে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে গত দুদিনের বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ খেটে-খাওয়া মানুষ। অনেকেই বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। এ ছাড়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের কৃষিজমি পানিতে ডুবে গেছে। উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা সাইদার রহমান তিনি বলেন, ‘গত দুদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না।’

একই কথা বলেন উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার কৃষক নুর ইসলাম। তিনি বলেন, ‘বৃষ্টিতে আমার বাদাম ও মরিচ খেত ডুবে গেছে। এ কারণে বাদাম ও মরিচও শুকাতে পারছি না।’সার্বিক বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, ‘দুদিন ধরে এ উপজেলায় বৃষ্টি হচ্ছে। যেহেতু আষাঢ় মাস চলছে তাই বৃষ্টির পরিমাণ বেড়েছে। মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার