হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা 

ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো। চুন ছাড়া পান যেমন মজা লাগে না। নির্বাচনের বিষয়টি একই রকম।’ 

রাশেদা সুলতানা বলেন, নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা ও সৌন্দর্য নস্যাৎ হয়ে যায়। দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন।

আজ সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি বেগম রাশেদা সুলতানা এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং ভোটাধিকার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। এই জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন।

প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘চুন ছাড়া পান যেমন মজা লাগে না, নির্বাচনের বিষয়টি একই রকম।’

রাশেদা সুলতানা বলেন, ‘জনগণের প্রত্যাশামতো নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশের জন্য খুবই জরুরি। আমরা চেয়ারে আসার পরে বিভিন্ন পর্যায়ে ইলেকশন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে গণ্য হয়েছে নির্বাচনটি।’ 

রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ