জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশার চাপায় হৃদয় হাসান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার বলারদিয়ার চৌধুরীবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। সে পৌরসভার বলারদিয়ার গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বড় বোন সুমির সঙ্গে বলারদিয়ার চৌধুরীবাড়ী মোড়ের ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফিরছিল হৃদয়। পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘অটোরিকশার চাপায় এক শিশু নিহত হওয়ার বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’