হোম > সারা দেশ > রংপুর

জাল দলিলের মামলায় বাবাসহ ইউপি চেয়ারম্যান কারাগারে 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

জাল দলিলের মামলায় দিনাজপুরের নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান ও তাঁর বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. গিয়াস উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল আহসানুল কবীর শামীম এবং তাঁর বাবা মো. মতিয়ার রহমান। শামীম গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. একরামুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার বিবাদীর জামিনের জন্য আদালতে শুনানির দিন ধার্য ছিল, কিন্তু তাঁরা আজ (সোমবার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘক্ষণ শুনানির শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে বিবাদী মো. বাবুল আহসানুল কবীর ও তাঁর বাবা মতিয়ার রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাল্টি মুরাদপুর মৌজার ১ একর ৩৭ শতক পুকুরে মালিকানা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরে একাধিকবার থানায় সালিস বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় মামলা দায়ের করেন বাদী মো. এমদাদুল হক। পরে আদালতের নির্দেশে গত বছরের ১১ জুন তদন্তের দায়িত্ব পায় জেলা সিবিআই। তদন্ত শেষে জাল দলিলের বিষয়ে নিশ্চিত হয়ে আদালতের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয় পিবিআই।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের