হোম > সারা দেশ > রংপুর

শিশুকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, বাঁচাতে গিয়ে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় এক নারী দেড় বছরের শিশুসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় তাঁদের রক্ষা করতে এক কলেজশিক্ষার্থী এলে তিনিও গৃহবধূর সঙ্গে ট্রেনে কাটা পড়েন। তবে বেঁচে গেছে শিশুটি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮)। তিনি এস কে এস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন হলেন গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তাহার থেকে পারবর্তীপুরগামী পদ্মরাগ ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে অতিক্রম করছিল। এ সময় শহরের কলেজ পাড়ার গৃহবধু রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধুকে বাঁচাতে গিয়ে তিনিও ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এ সময় রাজিয়ার কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন কোল থেকে ছিটকে পাশে পড়ে যাওয়ায় গুরুতর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা।

গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ