হোম > সারা দেশ > রংপুর

শিশুকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, বাঁচাতে গিয়ে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় এক নারী দেড় বছরের শিশুসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় তাঁদের রক্ষা করতে এক কলেজশিক্ষার্থী এলে তিনিও গৃহবধূর সঙ্গে ট্রেনে কাটা পড়েন। তবে বেঁচে গেছে শিশুটি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জোবায়ের মিয়া (১৮)। তিনি এস কে এস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন হলেন গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তাহার থেকে পারবর্তীপুরগামী পদ্মরাগ ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে অতিক্রম করছিল। এ সময় শহরের কলেজ পাড়ার গৃহবধু রাজিয়া বেগম দেড় বছরের একটি শিশু নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ওই গৃহবধুকে বাঁচাতে গিয়ে তিনিও ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এ সময় রাজিয়ার কোলে থাকা দেড় বছরের শিশু আবির হোসেন কোল থেকে ছিটকে পাশে পড়ে যাওয়ায় গুরুতর আহত হয়। পরে ওই শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয় স্থানীয়রা।

গাইবান্ধা রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ি থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন আজ বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় গাইবান্ধা জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল