হোম > সারা দেশ > রংপুর

দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট চলছে: জি এম কাদের

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট চলছে। সামনে আরও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। দেশে তিন মাসের আমদানি ব্যয়ের রিজার্ভের দরকার থাকলেও আমাদের এখন ১১ বিলিয়ন ডলারও আছে কি না সন্দেহ আছে। সত্যিকার অর্থে এটা আমাদের জন্য অশনিসংকেত।’ 

আজ রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

জি এম কাদের বলেন, ‘বিদেশিরা বিনিয়োগ করে ডলারের অভাবে তাঁদের অর্থ ফেরত পাচ্ছেন না। আইএমএফ টাকা দিয়ে পাশে থাকলেও আমরা ডলার সংকটে বিদেশিদের কাছে ডিফল্ডার হয়ে গেছি। যার ফলশ্রুতিতে ভবিষ্যতে এ দেশের সঙ্গে কেউ আর ব্যবসা-বাণিজ্যে জড়াবে না। এসব অভ্যন্তরীণ বিষয় সরকার এখন নানাভাবে গোপন করছে, যা জনগণের স্বার্থবিরোধী।’

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বিদ্যুৎ ও গ্যাস খাতে বহু টাকা লুটপাট হয়েছে। দেশের টাকা বিভিন্নভাবে অবাধে পাচার করতে সহায়তা করা হয়েছে। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর দশা।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ শক্তিশালী দল বলে দাবি করলেও তাদের কার্যক্রম এখন দানবীয় শক্তির মতো। যার ফলে রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র্য হারিয়ে ফেলেছে তারা। 

জি এম কাদের আরও বলেন, চলমান নির্বাচনব্যবস্থায় জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না। যার ফলে দেশের অধিকাংশ মানুষ নির্বাচন কেন্দ্রবিমুখ হচ্ছে। আগে জনগণের জন্য বটগাছের মতো ছায়ার দল ছিল আওয়ামী লীগ। এখন সেটি পরগাছায় রূপান্তরিত হয়েছে। এসব কারণে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম ইয়াছিরসহ স্থানীয় নেতা-কর্মীরা।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল