হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে সাগর ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ, পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার কাজের জন্য ওই কিশোরীর বাবা সকালে বাড়ির বাইরে চলে যান। বিকেলে কিশোরীকে বাড়িতে একা রেখে তাঁর মা রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশ ঝাড়ে যান। এই সুযোগে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে সাগর ইসলাম তাঁর মুখ চেপে ধরে ঘরে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে সাগর ইসলামকে বস্ত্রহীন অবস্থায় আটক করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে সাগরকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাগরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘সাগর আমার মেয়েটার সর্বনাশ করেছে। তাকে হাতেনাতে আটক করা লোকজন পুলিশে দিয়েছে। কোনোভাবে যেন ছাড়া না পায়। আমি তার ফাঁসি চাই।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ