হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে সাগর ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ, পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার কাজের জন্য ওই কিশোরীর বাবা সকালে বাড়ির বাইরে চলে যান। বিকেলে কিশোরীকে বাড়িতে একা রেখে তাঁর মা রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশ ঝাড়ে যান। এই সুযোগে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে সাগর ইসলাম তাঁর মুখ চেপে ধরে ঘরে ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে সাগর ইসলামকে বস্ত্রহীন অবস্থায় আটক করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে সাগরকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সাগরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘সাগর আমার মেয়েটার সর্বনাশ করেছে। তাকে হাতেনাতে আটক করা লোকজন পুলিশে দিয়েছে। কোনোভাবে যেন ছাড়া না পায়। আমি তার ফাঁসি চাই।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে সাগরকে কারাগারে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা