হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে গোরস্তানের পাঁচ কঙ্কাল চুরি

পঞ্চগড় প্রতিনিধি 

কঙ্কাল চুরির খবর শুনে পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল-সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানে লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল-সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। গতকাল রোববার রাতে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এগুলো চুরি করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আজ সোমবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে তারা দেখতে পান, অন্তত পাঁচটি কবর গভীরভাবে খোঁড়া এবং প্রতিটি কবর থেকে কঙ্কাল উধাও।’ স্থানীয় হাচান আলী নামের একজন বলেন, ‘আমরা কখনো ভাবিনি আমাদের এলাকার কবরস্থান থেকে এভাবে কঙ্কাল চুরি হবে। এটি শুধু অমানবিক নয়, বরং মৃত ব্যক্তিদের প্রতি গভীর অসম্মান।’

স্থানীয় ব্যক্তিরা ধারণা করছেন, কঙ্কাল চুরির পেছনে কোনো অপরাধী চক্র জড়িত থাকতে পারে, যারা অবৈধ চিকিৎসা, জাদুবিদ্যা বা কুসংস্কারমূলক কাজে এসব কঙ্কাল ব্যবহার করে থাকে।

ট্রাক টার্মিনাল-সংলগ্ন ট্রেনিং কমপ্লেক্স ঈদগাহ মাঠ কবরস্থানের সভাপতি হাসিবুল করিম বলেন, এ ঘটনায় শুধু মৃত ব্যক্তিদের পরিবার নয়, পুরো সমাজের নিরাপত্তাবোধে আঘাত লেগেছে। এটা কোনো সাধারণ অপরাধ নয়। প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ‘আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না পেলেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্তে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড