হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ওমর ফারুক (৩৮) নামে এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত ওমর ফারুক পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঘোড়াঘাট থানায় কর্মরত ছিলেন। 

গ্রেপ্তারকৃত ট্রাক সহকারী হাফিজার রহমান (৩৮) বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। 

ঘোড়াঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে কনস্টেবল ওমর ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। পরে রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাক কনস্টেবল ওমর ফারুককে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক ও সহকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আমরা একটি নিয়মিত মামলা দায়ের করেছি। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হবে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস