হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ওমর ফারুক (৩৮) নামে এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিহত ওমর ফারুক পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঘোড়াঘাট থানায় কর্মরত ছিলেন। 

গ্রেপ্তারকৃত ট্রাক সহকারী হাফিজার রহমান (৩৮) বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। 

ঘোড়াঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে কনস্টেবল ওমর ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। পরে রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মালবোঝাই একটি ট্রাক কনস্টেবল ওমর ফারুককে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক ও সহকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আমরা একটি নিয়মিত মামলা দায়ের করেছি। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হবে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ