হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কুঠিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ডোবার পানি সেচে মাছ ধরতে যায় কুঠিবাড়ি গ্রামের এমদাদুল হক এন্তা (৬০) ও তাঁর নাতি রাকেশ (৫)। এ সময় তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

প্রত্যক্ষদর্শী মামুন জানান, একটি চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি এমদাদুল পানিতে এবং রাকেশ ডোবার তীরে পড়ে আছে। কে আগে বিদ্যুতায়িত হয়েছে তা বোঝা যায়নি। 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুতায়িতদের আত্মীয়স্বজন প্রথমে রাকেশকে ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এমদাদুলকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমা হক জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত শিশুটির মৃত্যু হয়েছিল। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি ও তাঁর নাতি মারা যাওয়ার ঘটনা ঘটে। অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ