হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

ফুলবাড়ী (প্রতিনিধি) কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধর্মপুর সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে উপজেলার কাশিপুর ১৫ বিজিবির টহল দল ওই ৯ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে। তারা সবাই বাংলাদেশি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ বলেন, ‘ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।’

পুশ ইন হওয়া ওই ৯ জন হলো বাইদুল ইসলাম (৬৫), তাঁর স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩); মোছা. মিনা বেগম (৩০), তাঁর মেয়ে জুই (১০), মীম (৭) ও নুর হামিদ (৭)। তাদের সবার বাড়ি উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্ৰামে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বিজিবি পুশ ইন হওয়া ৯ জনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু