হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

ফুলবাড়ী (প্রতিনিধি) কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধর্মপুর সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে উপজেলার কাশিপুর ১৫ বিজিবির টহল দল ওই ৯ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে। তারা সবাই বাংলাদেশি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ বলেন, ‘ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।’

পুশ ইন হওয়া ওই ৯ জন হলো বাইদুল ইসলাম (৬৫), তাঁর স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩); মোছা. মিনা বেগম (৩০), তাঁর মেয়ে জুই (১০), মীম (৭) ও নুর হামিদ (৭)। তাদের সবার বাড়ি উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্ৰামে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বিজিবি পুশ ইন হওয়া ৯ জনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার