হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুর থেকে ধান কাটা শ্রমিক যাচ্ছে বিভিন্ন জেলায়

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

পূর্ব আকাশে সূর্য উঠেছে। চারদিকে আলোর ঝলকানি। সকালে বিরামপুর রেলস্টেশনে যেতেই চোখে পড়ে একদল মানুষের জটলা। কাছে গিয়ে কথা হলে তাঁরা জানান, বোরো মৌসুমে ধান পাকতে শুরু করেছে। ধান কাটার জন্য শ্রমিকেরা এই রেলস্টেশন দিয়ে নওগাঁ, নাটোরসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন।

আজ সোমবার সকালে কৃষিশ্রমিকেরা ধান কাটতে যাওয়ার জন্য ভিড় জমান বিরামপুর রেলস্টেশনে। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ ফুলবাড়ী উপজেলার চিন্তামন গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

আশরাফুল ইসলাম জানান, বিরামপুর-ফুলবাড়ী এলাকায় বোরো ধান পাকতে এখনো ১৫-২০ দিন সময় আছে। কৃষিশ্রমিকেরা বেকার অবস্থায় রয়েছে। অপর দিকে নাটোর, নওগাঁ, সান্তাহার ও আত্রাই এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। এসব এলাকায় একযোগে ধান কাটা শুরু হওয়ায় কৃষিশ্রমিকের সংকটের কথা শুনে তাঁরা ধান কাটার উদ্দেশ্যে বের হয়েছেন। শুধু চিন্তামন গ্রাম থেকে তিনিসহ ৪২ জন শ্রমিক দল বেঁধেছেন।

বিরামপুর থেকে নাটোর ও সান্তাহারগামী রূপসা আন্তনগর ট্রেনে ভিড়ের কারণে উঠতে না পেরে তাঁরা ওই রুটের রকেট মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

আশরাফুল জানান, খবর পেয়েছেন ওই এলাকায় প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমির ধান কাটা-মাড়াইয়ে ৩ হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে। সে হিসাবে মজুরি পেলে তাঁরা অনেক লাভবান হবেন।

এই এলাকার এমন অনেক শ্রমিক ধান কাটার জন্য বিভিন্ন জেলায় যেতে এই রেলস্টেশনে এসেছেন বলেও জানান আশরাফুল।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ