হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুর থেকে ধান কাটা শ্রমিক যাচ্ছে বিভিন্ন জেলায়

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

পূর্ব আকাশে সূর্য উঠেছে। চারদিকে আলোর ঝলকানি। সকালে বিরামপুর রেলস্টেশনে যেতেই চোখে পড়ে একদল মানুষের জটলা। কাছে গিয়ে কথা হলে তাঁরা জানান, বোরো মৌসুমে ধান পাকতে শুরু করেছে। ধান কাটার জন্য শ্রমিকেরা এই রেলস্টেশন দিয়ে নওগাঁ, নাটোরসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন।

আজ সোমবার সকালে কৃষিশ্রমিকেরা ধান কাটতে যাওয়ার জন্য ভিড় জমান বিরামপুর রেলস্টেশনে। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ ফুলবাড়ী উপজেলার চিন্তামন গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

আশরাফুল ইসলাম জানান, বিরামপুর-ফুলবাড়ী এলাকায় বোরো ধান পাকতে এখনো ১৫-২০ দিন সময় আছে। কৃষিশ্রমিকেরা বেকার অবস্থায় রয়েছে। অপর দিকে নাটোর, নওগাঁ, সান্তাহার ও আত্রাই এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। এসব এলাকায় একযোগে ধান কাটা শুরু হওয়ায় কৃষিশ্রমিকের সংকটের কথা শুনে তাঁরা ধান কাটার উদ্দেশ্যে বের হয়েছেন। শুধু চিন্তামন গ্রাম থেকে তিনিসহ ৪২ জন শ্রমিক দল বেঁধেছেন।

বিরামপুর থেকে নাটোর ও সান্তাহারগামী রূপসা আন্তনগর ট্রেনে ভিড়ের কারণে উঠতে না পেরে তাঁরা ওই রুটের রকেট মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

আশরাফুল জানান, খবর পেয়েছেন ওই এলাকায় প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমির ধান কাটা-মাড়াইয়ে ৩ হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দর উঠেছে। সে হিসাবে মজুরি পেলে তাঁরা অনেক লাভবান হবেন।

এই এলাকার এমন অনেক শ্রমিক ধান কাটার জন্য বিভিন্ন জেলায় যেতে এই রেলস্টেশনে এসেছেন বলেও জানান আশরাফুল।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ