হোম > সারা দেশ > রংপুর

রংপুরে লিফটের গর্তে পড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে মাহদিন সরকার তানাম (৮) লিফটের গর্তে পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরীর চকবাজার এলাকায় ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোনায়েম সরকারের স্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এই সুবাদে মানু বিশ্ববিদ্যালয়ের পূর্বে সর্দারপাড়ায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করেন। শুক্রবার তারা ওই বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আশরতপুরের চকবাজারের নতুন আটতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে ওঠেন। 

শুক্রবার সন্ধ্যায় মাহদিন (৮) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে ওই বাসার লিফটের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, বাসাটিতে লিফটের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হলেও লিফট লাগানো হয়নি। তবে লিফটের সিঁড়ি রুমের দরজা প্রতিটি তলায় ইট দিয়ে উঁচু করে গাঁথা ছিল। আর লিফটের ওই গর্তে পানি ছিল। সম্ভবত দ্বিতীয় তলা থেকে লিফটের ওই উঁচু প্রাচীর দিয়ে নিচে দেখার সময় মাহদিন গর্তের পানিতে পড়ে মারা যায়। সে রংপুর মহানগরীর একটি বিদ্যালয়ে এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিল। 

আজ শনিবার বাদ জোহর পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিমপুর গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত