হোম > সারা দেশ > রংপুর

রংপুরে লিফটের গর্তে পড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে মাহদিন সরকার তানাম (৮) লিফটের গর্তে পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরীর চকবাজার এলাকায় ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোনায়েম সরকারের স্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এই সুবাদে মানু বিশ্ববিদ্যালয়ের পূর্বে সর্দারপাড়ায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করেন। শুক্রবার তারা ওই বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আশরতপুরের চকবাজারের নতুন আটতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে ওঠেন। 

শুক্রবার সন্ধ্যায় মাহদিন (৮) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে ওই বাসার লিফটের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, বাসাটিতে লিফটের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হলেও লিফট লাগানো হয়নি। তবে লিফটের সিঁড়ি রুমের দরজা প্রতিটি তলায় ইট দিয়ে উঁচু করে গাঁথা ছিল। আর লিফটের ওই গর্তে পানি ছিল। সম্ভবত দ্বিতীয় তলা থেকে লিফটের ওই উঁচু প্রাচীর দিয়ে নিচে দেখার সময় মাহদিন গর্তের পানিতে পড়ে মারা যায়। সে রংপুর মহানগরীর একটি বিদ্যালয়ে এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিল। 

আজ শনিবার বাদ জোহর পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিমপুর গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার