হোম > সারা দেশ > দিনাজপুর

আন্তনগর নীলসাগর ট্রেনের বগিতে আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

ট্রেনের মেকানিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে কোনো সমস্যা ছাড়াই পরবর্তী স্টেশন ফুলবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ১০টা ২৮ মিনিটের দিকে ট্রেনটি ফুলবাড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের (গ-বগি) পেছনের অংশে আগুন দেখতে পান এক যাত্রী। 

বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। পরে ১০টা ৪২ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাকার সঙ্গে ব্রেক লেগে যাওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

 রহমান বিন শামস নামে ট্রেনের এক যাত্রী জানান, ‘হঠাৎ ট্রেন থামলে কিছু লোককে আগুন আগুন বলতে শুনি। নিচে নেমে দেখি চাকার সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ 

পার্বতীপুরের স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, পার্বতীপুর থেকে ট্রেনটি ভালোভাবেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে, ব্রেক সিস্টেমে সমস্যার কারণে এ ধরনের ঘটনা মাঝেমধ্যে হয়ে থাকে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ