হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ক্যানসারের চিকিৎসায় অর্থ শেষ, বিষপানে রোগীর ‘আত্মহত্যা’

ঠাকুরগাঁও প্রতিনিধি

শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। অসংখ্য ওষুধ খেয়ে ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে ফুরিয়ে যায় সঞ্চয়ী অর্থ। এই অবস্থায় মানসিক যন্ত্রণা সইতে না পেরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী এলাকার শাহজাহান আলী নামের (৫০) এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান আলী মারা যান। 

বিষপানে আত্মহত্যার বিষয়টি আজকর পত্রিকাকে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজহারুল ইসলাম রাজা। তিনি বলেন, ‘শাহজাহান ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারছিলেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এটি দুঃখজনক। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

শাহজাহানের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন জানান, অনেক দিন ধরে তাঁর বড় ভাই শাহজাহান ক্যানসারে আক্রান্ত। তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ব্যয়বহুল এই চিকিৎসা করতে গিয়ে ফুরিয়ে যায় তাঁর সব জমানো অর্থ। এ নিয়ে তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। 

গতকাল শনিবার বাড়ির সবার অজান্তে বিষপান করেন শাহজাহান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান জাহাঙ্গীর হোসেন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ