হোম > সারা দেশ > রংপুর

নকল সোনার প্রলোভনে ফেলে গৃহবধূর ৫০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নকল সোনার বার দেখিয়ে এক গৃহবধূর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ২৯ মাইল এলাকার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, বেলা ১টার দিকে দিনাজপুরের বটতলী বাজারে বোনের পাওনা ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন রাহেলা বেগম। এ সময় যাত্রীবেশী এক প্রতারকের ফাঁদে পড়ে ওই টাকা খোয়ান তিনি।

ভুক্তভোগী রাহেলা বেগম বলেন, আজ বুধবার দুপুরে ২৯ মাইল বাজার থেকে বটতলি বাজারে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন তিনি। এ সময় অটোরিকশায় এক যুবক যাত্রী হিসেবে বসে ছিলেন। অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর ১০ টাকায় মোড়ানো নকল সোনার বারটি হাতে নেন ওই যুবক। এর সঙ্গে একটি চিরকুটও ছিল। নিজেকে অক্ষরজ্ঞানহীন বলে অটোচালককে সেই চিরকুট পড়তে দেন তিনি।

অটোচালক উচ্চ স্বরে পড়ে শোনান, সিঙ্গাপুর প্রবাসী তাঁর মেয়ের জন্য ২২ ক্যারেটের সোনার বারটি ৪ লাখ টাকায় কিনেছেন। এটি যত্ন করে রাখতে বলেছেন তিনি। এ সময় কথার ফাঁদে পড়ে রাহেলা নিজের কাছে থাকা ৫০ হাজার টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে সোনার বারটি নিয়ে নেন। প্রতারক নেমে গেলে তিনি বুঝতে পারেন যে সোনার বারটি নকল এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, প্রতারক চক্র টার্গেট করে নারীদের বিভিন্নভাবে প্রলোভিত করে এ ধরনের অপরাধ করে থাকে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ