গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারের পাশে একটি বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ (৪০) উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের পাশে আড়ালী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে এক-দুই দিন আগে হত্যা করে লাশ লুকিয়ে রাখতে ওখানে ফেলা রাখা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ওই এলাকা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছিল। এমন সময় কচুরিপানার সঙ্গে পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখতে পান। এমন খবরে এলাকাবাসী জড়ো হতো থাকে। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে তাঁকে এক-দুদিন আগে হত্যা করে লাশ গোপন করতে ওখানে রাখা হয়েছিল। লাশের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।