হোম > সারা দেশ > দিনাজপুর

২ মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ফেরত চেয়েছে বিজিবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এদিকে বিএসএফের নিকট ওই দুজনকে ফেরত চেয়েছে বিজিবি। রোববার দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকার ভারত অংশ থেকে তাঁদের আটক করে নিয়ে যায় বিএসএফ। 

আটককৃতরা হলো, রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫) ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে রুহুল আমিন (১৩)। তারা দুজনেই আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা। 

তাদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘টিকা প্রদান শেষে আমরা হিলি বাজারে ঘুরতে আসি আর তারা দুজনে হিলি সীমান্ত এলাকায় ঘুরতে আসে। রেললাইন ধরে হাটতে হাটতে তারা দুজনে প্রস্রাব করতে রেললাইনের নিচে ভারতের দিকে নেমে যায়। এ সময় তাঁদের দুজনকে বিএসএফ ডাক দিয়ে কথা বলে তাদের আটক করে নিয়ে যায়। 

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের দিন নির্ধারিত ছিল। সে মোতাবেক আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে টিকা দেওয়ার জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল নামের ওই দুজন ছাত্র তারা হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে বেড়াতে আসে। বেড়ানোর একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে সীমান্ত পেরিয়ে ভারত অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।’ 

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ‘ওই দুজন স্কুলছাত্রকে ফেরত চেয়ে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানিয়েছি। তারা দুজনে যে বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চাইছে। আমরা এ জন্য ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে তাঁদের দুজনের জন্মনিবন্ধন নিয়ে আসার জন্য বলেছি। জন্মনিবন্ধন নিয়ে আসলে আমরা তাঁদের দুজনকে ফেরত নিয়ে আসব।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ