হোম > সারা দেশ > রংপুর

মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা মোটরসাইকেলে করে লালমনিরহাট আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন।

নিহত জাহিনুর উপজেলা সদর ইউনিয়নের ছোটপুল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত দিনাজপুরের বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী নিহতের চাচাতো ভাই। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আজ সকালে মামলায় সাক্ষ্য দিতে চাচাতো ভাই জাহিনুরকে সঙ্গে নিয়ে লালমনিরহাট আদালতের উদ্দেশ্য রওনা দেন এসআই আলী। পথে উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় জাহিনুরের মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিনুর ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ