হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে কুটিরশিল্প কারখানায় অগ্নিকাণ্ড, ৮ কোটি টাকা ক্ষতির দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে একটি কুটিরশিল্প কারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কারখানার কর্তৃপক্ষ।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাউলপাড়া এলাকার ইলাহি কুটির ও শিল্পকারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইলাহি কুটিরশিল্প কারখানার ব্যবস্থাপক রিয়াদ হোসেন আজকের পত্রিকাকে জানান, ওই কারখানায় রড, তারসহ ছয় ধরনের পণ্য উৎপাদন করা হয়। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকেরা। পরে রাত ২টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে জানতে পারেন কারখানায় আগুন লেগেছে। নৈশপ্রহরী ও এলাকাবাসী সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

পরে সৈয়দপুর, রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিনপত্র ও কারখানার সব মালামাল। এতে ক্ষতির পরিমাণ ৮ কোটি টাকার ঊর্ধ্বে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণের আগে আরও প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।’

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার