হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

মাদক মামলায় রায়, সাজার বদলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে হবে ১ মাস

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় মো. আবদুল্লাহ (৫০) নামের এক আসামিকে ব্যতিক্রমী সাজা দিলেন আদালত। রায়ে আদালত চত্বরে প্রতিদিন এক ঘণ্টা করে ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’, ‘মাদক দেশ ও দশের শত্রু, মাদক পরিহার করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে এক মাস দাঁড়িয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

ওই ব্যক্তির নাম মো. আবদুল্লাহ (৫০)। বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামে। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু এ জন্য তাঁকে কারাভোগ করতে হচ্ছে না। ১ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বদলে তাঁকে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন আজ রোববার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ২০১৫ সালে আবদুল্লাহর বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন ছিল। আজ সেটির রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিকে অপরাধের শাস্তি হিসেবে ‘মাদক ব্যবসার জন্য দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিদিন এক ঘণ্টা করে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে।

এর আগে বিচারক আসামি আবদুল্লাহকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পরে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী জানান, আবদুল্লাহ একজন গরিব কৃষক এবং তাঁর দুই মেয়ে পবিত্র কোরআনের হাফেজ। মাদক ব্যবসার জন্য তিনি লজ্জিত এবং এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। পরে আদালত আগের রায় বদলে এ রায় ঘোষণা করেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ