হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম রুবিয়া বেগম (৫৫)। তিনি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়াকে বাড়ির উঠানে চুলার পাশে অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী মুন্নী বেগম। তাঁর চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথম তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়। 

এদিকে রমেক হাসপাতালে চিকিৎসকেরা রুবিয়ার ঝলসে যাওয়া শরীর দেখে বেঁচে থাকার সম্ভাবনা নেই জানালে তাঁকে সকাল ৯টার দিকে বাড়িতে নেওয়া হয়। এরপর তিনি মারা যান। রুবিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলেও জানায় সূত্র। 

প্রতিবেশী মুন্নী বেগম বলেন, ‘সকালে রুবিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখি চুলার পাশে দগ্ধ অবস্থায় পড়ে আছেন। আশপাশের লোকজন এসে আগুন নিভায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’ রুবিয়ার স্বামী আব্দুস সামাদ বলেন, ‘তিন বছর ধরে বউ অসুস্থ। ঘুম থাকি উঠি বউকে বাড়িতে থুইয়া বাজার গেছুন চা খাবার। আসি শোনোং চুলার আগুনোত পুড়ি

গেইছে। হাসপাতালোত নিয়াও বাঁচার পানু না।’ 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ