হোম > সারা দেশ > রংপুর

বাতিল সঞ্চয়পত্র ভাঙানোর মামলায় ৬ ডাক কর্মকর্তার কারাদণ্ড 

রংপুর প্রতিনিধি

১৯ বছর পর কুড়িগ্রামে বাতিল সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা আত্মসাতের মামলায় ডাকঘরের সাবেক ছয় কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার রংপুর বিশেষ জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার প্রধান ডাকঘরের প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, সাবেক লেজার অপারেটর হাবিবুর রহমান, আব্দুল মালেক, অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম ও মওদুদ হাসান।

রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় চার আসামি উপস্থিত ছিলেন। অপর পলাতক দুই আসামি মওদুদ হাসান ও কুমার নাথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

রংপুর বিশেষ জজ আদালতের পিপি একেএম হারুন-উর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালে কুড়িগ্রাম প্রধান ডাকঘরে কর্মরত থাকাকালে ছয় আসামি যোগসাজশ করে কয়েকটি হিসাবের লেজারে ভুয়া টাকার অঙ্ক দেখিয়ে বাতিলকৃত সঞ্চয়পত্র ভাঙিয়ে ১২ লাখ ২০ হাজার ৪৯২ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় ২০০৫ সালের ৯ মে কুড়িগ্রাম ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছরে মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ সোমবার আদালতের বিচারক তাদের নয় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম হারুন-উর-রশিদ বলেন, ‘কুড়িগ্রাম ডাকঘরে কর্মকালীন অবস্থায় ওই ছয় আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’

তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, ‘আমার মক্কেলরা ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু