হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে ‘অস্বাভাবিক’ লম্বা যুবকের সন্ধান

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘অস্বাভাবিক’ লম্বা এক যুবকের সন্ধান মিলেছে। নূর আলম নামের ওই যুবকের উচ্চতা ছয় ফিট ৫ ইঞ্চি। তিনি উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনেশ্বর (দুল্লারবাজার) গ্রামের নওশের আলীর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে নূর আলম তৃতীয়।

পেশায় নরসুন্দর বিশালদেহী নূর আলমের জন্ম ১০ এপ্রিল ১৯৯৯ সালে। লম্বা হওয়ায় ওঠা-বসা চলাফেরা করতে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে যানবাহনে চলাচল করতে কঠিন সমস্যায় পড়তে হয়। মাথা নিচুকরে কোনো রকমে লোকাল বাসগুলো উঠতে পারলেও সিটে বসা যায় না। এ ছাড়া তাঁর এই উচ্চতার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় কর্ম ক্ষেত্রে। স্বচ্ছন্দে কাজ করতে না পারায় কাজ ছাড়তে হয়েছে একাধিকবার।

নূর আলমের মা নুরজাহান বেগম বলেন, ‘তাঁর বাবাও নূর আলমের মতোই লম্বা ছিল। লম্বা হওয়ার কারণে সবাই তাঁকে ন্যাবরা বলে ডাকে। নূর আলম নামে কেউ তাঁকে চিনে না।’

নূর আলমের স্ত্রী তহমিনা বেগম বলেন, ‘তাঁর উচ্চতা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে তাঁর সঙ্গে কোথাও বেড়াতে গেলে সবাই তাঁর দিকে চেয়ে থাকে।’

নূর আলম বলেন, ‘নিয়মিত কাজ করে সংসার চালাই। তবে দেহের এই উচ্চতার কারণে অনেক কাজই করতে সমস্যা হয়। আর কাজ করতে না পারলে সংসার চালানো দায় হয়ে যায়।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা