হোম > সারা দেশ > রংপুর

শীতের শুরুতেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ হয়ে জনের মৃত্যু, চিকিৎসাধীন ৫

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

রমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশু। ছবি: আজকের পত্রিকা

শীতের দাপটে জবুথবু উত্তরাঞ্চলের আট জেলার মানুষ। এসব অঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত ১০ দিনে অসাবধানতাবশত দুই শিশুসহ সাত নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জবা বেগম (৪০) ও ৬ ডিসেম্বর (শুক্রবার) লালমনিরহাটের শাপটিবাড়ী এলাকার গৃহবধূ আরিফা বেগমের (২০) মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ্।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয় শিশুসহ পাঁচজন। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের জফুনা বেগম (৯০), লালমনির হাটের আদিতমারী উপজেলার সালমা বেগম (৬৫), দিনাজপুরের বিরল উপজেলার পপি আক্তার (২০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিশু সুমাইয়া (৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু সাউরিল (৪)। তাঁদের মধ্যে পপি আক্তারের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে কর্মরতরা জানান, হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছে ৪৬ জন। শয্যা সংকটের কারণে তাঁদের অন্যান্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ দিনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে দুই শিশুসহ সাত নারী ভর্তি হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।’

তিনি বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের চিকিৎসাস্থল রমেক হাসপাতাল। এখানে বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। শয্যা সংকটের কারণে বিভিন্নভাবে আগুনে দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে রেখে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু