হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩৭ জন। এ ছাড়া পীরগঞ্জে ২১, রানীশংকৈলে ১৮, বালিয়াডাঙ্গীতে ৬ ও হরিপুর উপজেলায় ১২ জন রয়েছেন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৮৬ শতাংশ। 

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ছয়জন। মারা যাওয়া এই ছয়জনের মধ্যে দুজন বালিয়াডাঙ্গীর, একজন করে সদর, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২১ জনের মৃত্যু হলো। আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার ২ দশমিক ৫৩ শতাংশ।

জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৪, যাঁদের মধ্যে ৩ হাজার ৪৮ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার ঊর্ধ্বগতি সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা, নিয়ম মেনে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে নিজেকে সুরক্ষিত করতে হবে। অন্যথায় জেলার করোনা পরিস্থিতি আরও নাজুক হতে পারে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ