হোম > সারা দেশ > রংপুর

শিক্ষকের অশ্লীল অডিও ফাঁস, শাস্তির দাবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

ছাত্রীকে বাসায় ডাকাসহ শিক্ষকের অশ্লীল কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় শিক্ষকের পদত্যাগসহ শাস্তির দাবিতে মানববন্ধন করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বদরগঞ্জে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলামের এক ছাত্রীকে বাসায় ডাকাসহ অশ্লীল ভাষায় কথোপকথনে অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তাঁরা। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানকে স্মারকলিপি দেন তাঁরা।

অভিযুক্ত শিক্ষকের নাম রাশেদুল ইসলাম। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে শিক্ষক-ছাত্রীর অশ্লীল ভাষায় কথোপকথন অডিও ফাঁসের বিষয়টি ফেসবুকে দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ফেসবুকে দেখে তাৎক্ষণিক সভা ডেকে ওই খণ্ডকালীন শিক্ষককে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় মেয়েটির পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল