হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জ মেরিন একাডেমিতে শিক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ মেরিন একাডেমিতে অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে একাডেমিতে নামাজ শেষে ভুবনের বাড়ি খুলনায় মরদেহ পাঠানো হয়েছে। 

মেরিন একাডেমির এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার এস. এম জায়েদুল ইসলাম জানান, ‘ঈদ-উল-আজহার ছুটি শেষে গত শুক্রবার সকল ছাত্র পীরগঞ্জে মেরিন একাডেমিতে ফেরেন। ওই দিন সব ছাত্রের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় ব্যাচের ছাত্র আবদুল্লাহ ইবনে ভূবনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাঁকে আইসোলেশনে রাখা হয়। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে পরদিন শনিবার সকালে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিন বিকেলেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’ 

একাডেমির এ্যাডজুটেন্ট আরও বলেন, ‘আজ (রোববার) দুপুরে মেরিন একাডেমিতে নামাজের জানাজা শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাঁর গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলায় মরদেহ পাঠানো হয়। তাঁর বাবার নাম এমদাদুল হক।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড