হোম > সারা দেশ > রংপুর

তথ্য মেলার লিফলেটে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী, সমালোচনার ঝড়

রংপুর প্রতিনিধি

রংপুরে আয়োজিত তথ্য মেলায় স্টলে মুজিব বর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরে আয়োজিত তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মেলার উদ্বোধনের আগেই এসব লিফলেট ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

আজ রোববার (২২ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে রংপুরে নগরীর টাউন হল মাঠে শুরু হওয়া দুদিন ব্যাপী তথ্য মেলায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ’ র আয়োজনে তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

মেলার উদ্বোধনের আগেই ওই লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই চারটি স্টল হলো—জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং সঞ্চয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘আমি বিষয়টি জানার পর স্টলের কর্মকর্তাদের ডেকে লিখিত ব্যাখ্যা দিতে বলেছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাসিনার বাণীর প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য স্টলে থাকা সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জি বলেন, ‘এটা আমাদের অজান্তে ভুল হয়েছে। অফিসে পূর্বের এবং বর্তমান লিফলেট একসঙ্গে থাকার কারণে ভুল করে নিয়ে আসা হয়েছে মেলায়।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ সালাহ্ উদ্দিন কবীর বলেন, ‘বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। লিফলেট গুলো ভুলবশত ওখানে নিয়ে যাওয়া হয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

লিফলেট ও হ্যান্ডবিলে হাসিনার বাণী প্রচারের বিষয়ে জানতে চাইলে জেলা কর্মসংস্থান এবং জনশক্তির সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, ‘এটা আমাদের জানা ছিল না। স্টলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দুপুরে খেতে গেলে ভুলবশত অফিস সহকারী লিফলেটগুলো স্টলে রেখে দিয়েছিল।’

মেলায় আসা দর্শনার্থীরা বলেন, দায় সাড়া মেলা করে আয়োজকেরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো কিছু সরকারি কর্মকর্তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এভাবে লিফলেটের মাধ্যমে প্রচার করা মানে তারা আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যা কোনো ভাবেই নতুন স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী প্রেম এখনো কিছু কর্মকর্তার মাঝ থেকে যায়নি। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবারও চাচ্ছে। ফ্যাসিস্টের বাণী প্রচারে ২৪ এর গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যা কখনো মেনে নেওয়ার মতো নয়।

তিনি বলেন, এই মেলা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা ব্যর্থতার পরিচয় দিয়ে জনমতে প্রশ্নবিদ্ধ করেছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ