হোম > সারা দেশ > রংপুর

ঝালমুড়ি বিক্রেতার কাছে বাকিতে মসলা বিক্রি, টাকা চাওয়ায় ছুরিকাঘাতে খুন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

অভিযুক্ত আলেপ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির নাম মাবুল হোসেন (৫৫)। তিনি পাণ্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা ও মসলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত আলেপ উদ্দিনের (৬৫) বাড়ি কুমারপাড়ায় এবং তিনি ঝালমুড়ি বিক্রেতা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলেপের কাছে মসলা বিক্রির টাকা পেতেন মাবুল। আলেপ বকেয়া টাকা দিই-দিচ্ছি বলে দীর্ঘদিন ধরে মাবুলকে ঘোরাতে থাকেন। গতকাল রোববার দুপুরে মাবুল টাকার জন্য আলেপের বাড়িতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলেপ মাবুলকে ছুরিকাঘাত করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় লোকজন আলেপকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আটক আলেপকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস