পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাজেদুল ইসলাম সাজু (২৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সাজেদুল ইসলাম সাজু ওই এলাকার মৃত কশির উদ্দীনের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল মঙ্গলবার রাতে নিজের শোবার ঘরে ঘুমাতে যান সাজু। আজ বুধবার সকালে তাঁর মা ডাকতে গিয়ে দেখেন ঘরের আড়ায় রশিতে ঝুলছিলেন সাজু। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারসহ এলাকাবাসী ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।