হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পাওনা টাকা চাওয়ায় দিনমজুরের গলা টিপে হত্যার অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় জয়নদ্দিন (৩৫) নামে এক দিনমজুরকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৮টায় জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতেই মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জয়নদ্দিন উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাত হোসেন ওরফে হরিপদ। তিনি ওই গ্রামের কালু মোহাম্মদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ আগে একই গ্রামের ফরহাত হোসেন ওরফে হরিপদের বাড়িতে দিনমজুরের কাজ করেন জয়নদ্দিন। হরিপদ মজুরির ২০০ টাকা বাকি রাখেন এবং পরে দেবেন বলে জানিয়ে দেন। এরপর গতকাল বুধবার রাতে বাজারে দেখা হলে বাকি টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হরিপদ। এরপর জয়নদ্দিনের গলা টিপে ধরলে তাৎক্ষণিক শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

ওই গ্রামের প্রতিবেশী হামিদুর রহমান বলেন, ‘আমি বাজারে ছিলাম। একসময় চিল্লাহাল্লা শুনে দৌড়ে এসে দেখি দিনমজুর জয়নদ্দিন মৃত অবস্থায় মাটিতে শুয়ে আছে। যারা ঘটনাস্থলে ছিল, তারা বলছে তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে।’

নিহত জয়নদ্দিনে ছেলে মাজেদর রহমান বলে, ‘আমার বাবা একজন দিনমজুর। মানুষের বাড়িতে বিভিন্ন কাজকর্ম করেন। প্রতিদিনের মতো কাজ করার সুবাদে এক সপ্তাহ আগে হরিপদের সরিষা কাটতে যান বাবা। কাজ শেষ করে মুজুরির পাওনা ১ হাজার ২০০ টাকা নিতে যান। হরিপদ তাঁকে ১ হাজার টাকা দেন এবং বলেন, বাকি ২০০ টাকা দুই দিন পরে দেবেন। গতকাল বুধবার বৃদ্ধিগাঁও বাজারে তাঁর সঙ্গে বাবার দেখা হয়। এ সময় সেই পাওনা টাকা চাইতে গেলে তিনি টাকা দিবেন না বলে জানিয়ে দেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায় হরিপদ ক্ষেপে গিয়ে বাবার গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলে মারা যান বাবা।’

এ বিষয়ে জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মরদেহ থানায় নেওয়া হয়েছে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড