রংপুরের হারাগাছায় ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী রাকিবুল ইসলাম হাসান (২১) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানাধীন বাহারকাছনা হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাকিবুল রংপুর সিটি করপোরেশনের সৎবাজার চাদকুঠি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং সাহেবগঞ্জ কারিগরি কলেজের বিএম শাখার এইচএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে রংপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন রাকিবুল। হারাগাছ-রংপুর সড়কের বাহারকাছনা এলাকায় পৌঁছে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
ওসি রেজাউল করিম বলেন, ঘটনার পর চালক ও সহকারী ট্রাক রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।