হোম > সারা দেশ > রংপুর

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

গঙ্গাচড়ায় পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ফলাফলে ৬ হাজার ২৩৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপকে চেয়ারম্যান ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইনজীবী শামছুল হুদা পান ৬ হাজার ১০০ ভোট।

পরে ভোট কারচুপির অভিযোগ এনে আবার গণনার জন্য রংপুর ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন শামছুল হুদা। আড়াই বছর পর গণনা শেষে ৪০২ ভোট বেশি পাওয়ায় তাঁর পক্ষে রায় ঘোষণা করেন বিচারক।

পরে হাইকোর্টে আপিল করেন শহীদ চৌধুরী দ্বীপ। গত ১৩ ফেব্রুয়ারি আদালত রিট পিটিশন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং শপথের অনুমতি দেন।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আজ গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের প্রতিস্থাপিত চেয়ারম্যান শামছুল হুদার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

এ বিষয়ে শামছুল হুদা বলেন, ‘আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি খুশি। বড়বিল ইউনিয়নের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছে। বিগত আওয়ামী সরকারের লোকজন তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। তিন বছর দুই মাস পর আজ শপথ গ্রহণ করলাম।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস