হোম > সারা দেশ > রংপুর

‘সরকার ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতির সিন্দুকের দরজা খুলে দিয়েছে’

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতির একটা সিন্দুকের দরজা খুলে দিয়ে দুর্নীতি করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম পাটোয়ারী বলেন, ‘বর্তমান সরকারের কিছু ধারাবাহিক সাফল্য আছে, সেই সাথে আছে ব্যর্থতাও। ৮৯ হাজার কোটি টাকা এই সরকার ক্যাপাসিটি চার্জ দিচ্ছে অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিদ্যুৎ তৈরি করেছে দেশে এবং দেশের বাইরে। সেই বিদ্যুৎ নেওয়ার মতো সঞ্চালন সরকার করতে পারেন নাই। ফলে ওই বিদ্যুৎগুলোর ডেমারেজ দিতে হচ্ছে ৮৯ হাজার কোটি টাকা।’

শামীম পাটোয়ারী আরও বলেন, ‘সরকার ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতির একটা সিন্দুকের দরজা খুলে দিয়ে দুর্নীতি করে যাচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখতে পারি না। সে কারণে জাতীয় পার্টিকে দায়িত্ব নিতে হবে। সরকার জাতীয় পার্টিকে সংকটে ফেলার চেষ্টা করছে। ষড়যন্ত্র করছে জাতীয় পার্টির বিরুদ্ধে। জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যতই ষড়যন্ত্র হোক, আর যতই কুটচাল দেওয়া হোক, জিএম কাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।’

সুন্দরগঞ্জের জনগণকে স্মরণ করিয়ে দিয়ে জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘একটা সময় এই জনপদের মানুষকে হামলা-মামলার শিকার হতে হয়েছিল। সেই সময় জেলে থাকতে হতো। গোয়াল ঘরে ঘুমাতে হতো। পুলিশ জনগণকে নির্যাতন করত। ঘরে থাকার বিনিময়ে দৈনিক ৫ শ টাকা নেওয়া হতো। আমাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, আমরা শান্তি দিতে পেরেছি। সুশাসন দিতে পেরেছি। আমি আপনাদের কথা সংসদে গিয়ে বলেছি। ধাপে ধাপে তুলে ধরে প্রমাণ করেছি সুন্দরগঞ্জের মূল সমস্যা হচ্ছে দারিদ্র্য। এরপর থেকেই সুন্দরগঞ্জের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্রিজের কাজ কাজ চলছে, আল্লাহর অশেষ রহমতে ২০২৪ সালের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে। এই মুহূর্তে সুন্দরগঞ্জে দুই হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলমান।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত