হোম > সারা দেশ > দিনাজপুর

কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে খানসামায় প্রশাসনের মাইকিং 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের খানসামা উপজেলার মাইকিং করছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলার পাকেরহাট, কাচিনীয়া, ভুল্লারহাট ও বোর্ডেরহাট বাজারে ভোটারদের উদ্দেশে মাইকিং করতে দেখা গেছে। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদের স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তির বরাত দিয়ে মাইকিং সূত্রে জানা যায়, আগামী ৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য ভোটারদের অনুরোধ করা হলো। 

লিটন ইসলাম নামের বালাপাড়া এলাকার এক তরুণ ভোটার বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিং এর ফলে সবাই ভোট দিতে উৎসাহিত হবে ও সাহস পাবে।’ 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য ভোটারদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে। 

তিনি আরও বলেন, যদি কেউ ভোট দিতে চান, আর কেউ তাঁকে বাধা দেয় তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। 

উল্লেখ্য, খানসামা ও চিরিরবন্দর দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসন। এই আসনের খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫২টি কেন্দ্র আছে। এতে মোট ভোটার ১ লাখ ৪৪ হাজার ৭১৫ জন। অপর দিকে চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউনিয়নে ৭৮টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৭ জন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড