হোম > সারা দেশ > পঞ্চগড়

বিয়ে করলেন রেলমন্ত্রী

প্রতিনিধি

বোদা (পঞ্চগড়):  বিয়ে করলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গত ৩ জুন দুই পরিবারের কয়েকজনকে নিয়ে মন্ত্রীর এক আত্মীয়ের বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের সব আনুষ্ঠানিকতা ছিল অত্যন্ত গোপনীয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বিয়ের পরের দিন তাঁর ফেসবুক ওয়ালে বিয়েবাটির একটি ছবি দিয়ে মন্ত্রীকে অভিনন্দন জানান। এরপর থেকে মন্ত্রীর বিয়ের বিষয়টি সবাই নিশ্চিত হয়। 

বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিনুল হক মহসিন জানান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল কাদের মন্ত্রীকে ফোন করেই বিয়ের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

মহসিনুল হক আরও জানান, যাঁকে মন্ত্রী বিয়ে করেছেন তাঁর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। এর আগে মেয়েটির আরেকটি বিয়ে হয়েছিল। স্বামী মারা গেছেন। সেই সংসারে নবম শ্রেণিতে পড়া এক সন্তান রয়েছে। মন্ত্রীর নববিবাহিতা স্ত্রী ঢাকার গুলশানে থাকেন। তিনি পেশায় একজন আইনজীবী। এর বাইরেও তিনি আবাসন প্রকল্পের ব্যবসার সঙ্গে জড়িত।

জানা গেছে, রেলমন্ত্রীর স্ত্রীর নাম শাম্মী আক্তার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার প্রয়াত আবদুর রহিমের মেয়ে। ৫ জুন (শনিবার) ঢাকার উত্তরায় মন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে শাম্মী আক্তারের আকদ হয়। শাম্মী আক্তার পেশায় একজন আইনজীবী। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। কনে শাম্মী আক্তারের বসয় ৪২ বছর আর বর নূরুল ইসলামের বয়স ৬৫।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ