হোম > সারা দেশ > রংপুর

দুদিন বাদেই রসিক নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় উৎসবের আমেজ

মারুফ কিবরিয়া, রংপুর থেকে

সকাল নয়টা। রংপুর শহরের ধাপ রোড। সুনসান সড়ক ও অলিগলি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশায় বাজতে শুরু করে নির্বাচনী প্রচারের গান। দুদিন পর আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন। আজ রোববার রাত ১২টার আগে শেষ হচ্ছে প্রচার। তাই নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাইতে। মেয়র, কাউন্সিলর সবাই নেমেছেন প্রচারে। শেষ মুহূর্তে রংপুর নগরীতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। 

বেলা ১২টার দিকে ভোটের প্রচারে নামেন রংপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর পুষ্টি গলি, জীবন বিমা মোড়, রণচণ্ডী জুম্মা পাড়া, মুচির মোড়, হাঁড়ি পট্টি, জাহাজ কোম্পানিসহ একাধিক জায়গায় গণসংযোগ করেন তিনি। এ সময় মোস্তফা বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। রংপুরে একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেবেন। লাঙল প্রতীক জয়ী হলে রংপুরের উন্নয়ন অব্যাহত থাকবে।’ 

অপর দিকে নগরীর কুকরুল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রচারে নেমে তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে ষোলো আনা নিশ্চিত। জনগণ বিপুল উদ্দীপনায় ২৭ তারিখে ভোট দিতে প্রস্তুত।’ 

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন