হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে দুই মাথাওয়ালা শিশুর জন্ম, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দুই মাথাওয়ালা এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা সোয়া ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছেলেশিশুটির জন্ম হয়। পরে বেলা সোয়া ১টার দিকে নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মাজেদুল-সুরভি দম্পতির দুই মাথাওয়ালা এক নবজাতকের জন্ম হয়। ওই দম্পতি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শে গত শনিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয় সুরভি আক্তারকে। এরপর চিকিৎসার মাঝে গতকাল সোমবার আলট্রাসনোগ্রাম করা হলে চিকিৎসক জানান, তাঁর গর্ভে দুটি সন্তান রয়েছে। আজ বেলা সোয়া ১১টার সময় দুই মাথা নিয়ে ছেলে নবজাতক শিশুটির জন্ম হয়। এরপর নবজাতক শিশুটিকে হাসপাতালের নবজাতক পর্যবেক্ষণকেন্দ্রে অবজারভেশনে রাখেন চিকিৎসকেরা।

শিশুটির বাবা মাজেদুল ইসলাম বলেন, ‘গতকাল স্ত্রীর আলট্রাসনোগ্রাম করেছিলাম। চিকিৎসক বলেছেন, দুটি বাচ্চা আছে। এরপর আজকে তার জন্ম হয়। শরীরের সব স্বাভাবিক থাকলেও মাথা দুইটা।’

এ সময় নবজাতক শিশু পর্যবেক্ষণকেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শিশু বিশেষজ্ঞ আবু সায়েম বলেন, ‘আজ সিজারিয়ান সেকশনে অপারেশন হলে দুই মাথার বাচ্চাটির জন্ম হয়। এদিকে ডেলিভারির সময় পার করে শিশুটির মা আমাদের কাছে এসেছিলেন। মায়ের পেটে পানি কম ছিল। বাচ্চা মায়ের পেটে মেকোনিয়াম পাস করেছে। যার কারণে বাচ্চাদের রেসপেক্ট ডিসট্রেস প্রচণ্ড রকম ছিল।’

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, ‘শিশুটির অবস্থা ক্রিটিক্যালসহ মায়ের পেটে ময়লা খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। জন্মের পর আমরা পরীক্ষায় রেখেছি। এর পরে বেলা সোয়া ১টার দিকে শিশুটি মারা যায়। কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না।’

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার