হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরের স্বপ্নপুরীতে ২য় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এতে চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা ৫৫টি প্রাণীর মধ্যে ৫১টি সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্য প্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিক।

এর আগে গত ২৬ জানুয়ারি প্রথম দফায় অভিযান চালিয়ে স্বপ্নপুরী পার্কের চিড়িয়াখানা থেকে ২২ প্রজাতির ৭৪টি বন্য প্রাণী জব্দ করে বন বিভাগ। এর মধ্যে ১৯টি প্রাণী সরিয়ে নিলেও ৫৫ প্রাণী চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা হয়েছিল।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক আজকের পত্রিকাকে জানান, দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে রাখা বন্য প্রাণী জব্দ করতে গতকাল দ্বিতীয় ধাপে অভিযান চালানো হয়।

অভিযানে ৫৫ বন্য প্রাণীর মধ্যে ২৮টি প্রাণী (১৭টি সাম্বার হরিণ, পাঁচটি মায়া হরিণ, পাঁচটি রাজ ধনেশ ও একটি পাকড়াও ধনেশ) কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক এবং পাঁচটি এশিয়াটিক কালো ভালুক গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকি ২২টির মধ্যে চারটি কুমির স্বপ্নপুরীতে পালনের অনুমতি দেওয়া হয় এবং ১৮টি প্রাণী (১১টি বানর, ৩টি শজারু, ৩টি কচ্ছপ ও ১টি ভোঁদড়) নিকটস্থ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোছা নুরুন্নাহার জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্য প্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

বন অধিদপ্তর সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বন্য প্রাণী আটকে রাখার তথ্য নিকটস্থ বন বিভাগ বা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

এ সময় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তা শেখ জসিমসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড